2
কোয়েলের জাত
প্রথমেই বলে নিই,আমাদের বাংলাদেশে কোয়েলের জাত-পাতের বালাই নাই।নির্দিষ্ট কোনো ব্রিডিং প্ল্যান না থাকায় আর ব্যক্তি পর্যায়ে যে যার মত করে ব্রিডিং করার কারণে কোয়েলের জাত হয়ে গেছে এখন পাঁচমিশালি।
তবুও আমাদের দেশে প্রাপ্ত কোয়েলকে আমরা জাপানিজ কোয়েল বলেই চিনে থাকি। কারণ, জাপানেই কোয়েলকে সর্বপ্রথম গৃহপালিত করা হয়েছে। জাপানের হিসেব অনুযায়ী কোয়েলের কয়েকটি জাত এবং উপাজত রয়েছে, সেগুলো নিচে দেয়া হলঃ







লেয়ার জাতের কোয়েলঃ মুরগির মতো কোয়েলের মধ্যেও লেয়ার জাত বিদ্যমান। এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হলো-
·         ফারাও
·         ইংলিশ হোয়াই
·         ম্যানচিরিয়াল গোল্ডেন
·         ব্রিটিশ রেঞ্জ ইত্যাদি।
এই জাতের কোয়েলকে শুধু ডিম প্রদানের জন্য পালন করা হয়ে থাকে। 
   
ব্রয়লার জাতের কোয়েলঃ মুরগির মতো কোয়েলের মধ্যে ব্রয়লার জাত বিদ্যমান এই জাতের উল্লেখযোগ্য গোষ্টি হলো-
·         আমেরিকান বব হোয়াইট কোয়েল
·         ইন্ডিয়ান হোয়াইট ব্রেস্টেড কোয়েল ইত্যাদি
এই জাতের কোয়েলকে শুধু মাংসের জন্য পালন করা হয়ে থাকে

শুধুমাত্র জানার জন্য এই জাতগুলার নাম জেনে রাখুন। খুঁজতে গেলে বিপদে পড়বেন। কারণ আমাদের দেশে জাত-পাতের বালাই নেই -এটা আগেই বলে দিয়েছি। 

Post a Comment

  1. খুব সুন্দর পোস্ট বিস্তারিত জানতে এই সাইটে যান।
    http://ma-koelkhamar.blogspot.com

    ReplyDelete

 
Top